অচেনা আমি-রুহিনা আক্তার হেনা


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২০, ২:৫১ অপরাহ্ন / ৪৯১
অচেনা আমি-রুহিনা আক্তার হেনা

হঠাৎ একদিন বর্ষাকে বলে বসলাম-
বর্ষা, তুমি এমন কেন গো?
কখনো তোমার ঝমঝম বোল,
মনে প্রেমের ঝড় তোলে।
আবার কখনো-
তোমার এই ছন্দমাখা বুলি
বিষাদের করুণ কথা সুর হয়ে বাজে।
তুৃমি এমন কেন গো?
বর্ষা তখন দারুণ রেগে,
মুখ ঝুকিয়ে বললো-
নাকি তুমি কেমন যেন!
নিজেকে বুঝো না, নিজেকে জানো না!
নিজের মনের খবর রাখো না,
ছুটে গেলাম কুয়াশার কাছে-
জিজ্ঞেস করলাম তাকে-
কখনো একরাশ ভালোলাগা হয়ে,
ছুয়ে যাও মনকে নরম আবেশে,
আবার কখোনো তোমার আগমন,
বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে দেয়।
কেন এমন হয়?
তাচ্ছিল্যের সুরে কুয়াশা বললো-
নিজেকে চিনতে শিখো,
নিজেকে বুঝতে শিখো,
উত্তর পেতে মরিয়া,
এই আমি ছুটলাম জ্যোৎস্নার কাছে-
কখনো তোমার এই দ্যুতিময় আলোকসজ্জায় মেতে উঠে মন রঙিন কল্পনায়।
আবার কখনো তোমার উপস্থিতি,
হৃদয়গহীনের নরম দুঃখ কে উপলব্ধি করায়,
কেন এমন হয়?
জ্যোৎস্না তখন বললো হেসে,
নিজেকে উপলব্ধি করেছো কখনো?
এবার আমার বোধোদয় হলো,
সবার উত্তর একই তো!
তাহলে কি সত্যিই –
আমি অচেনা আমার নিজের কাছে,
চিনবো কবে আর!
জীবন যে হায় ফুরিয়ে গেছে!

কলমেঃ রুহিনা আক্তার হেনা
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
শিক্ষার্থী,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।