অনলাইন পরীক্ষা থেকে সরে আসতে পারে বশেমুরবিপ্রবি।


প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২১, ৮:৫৪ অপরাহ্ন / ২১৩
অনলাইন পরীক্ষা থেকে সরে আসতে পারে বশেমুরবিপ্রবি।

অনলাইনে ডেমো পরীক্ষায় নানামুখী জটিলতা তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন উপাচার্য। সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দিয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার ঘোষণা আসতে পারে। সেক্ষেত্রে ৪র্থ বর্ষের সকল শিক্ষার্থীদের ১ ডোজ করে হলেও টিকার আওতায় আসতে হবে। আর দ্রুততম সময়ের মধ্যে ৪র্থ বর্ষের সকল শিক্ষার্থী টিকার আওতায় না আসলে শিক্ষার্থীরা বাইরে থেকে সশরীরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ইতোমধ্যে প্রত্যেক বিভাগের চেয়ারম্যানদের মাধ্যমে শিক্ষার্থীদের টিকার তথ্য চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের টিকা তথ্য হাতে এলে এ নিয়ে দ্রুতই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষার্থীদের দ্রুত টিকা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। গোপালগঞ্জে অবস্থানরত শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তি নিশ্চিত হলে সেক্ষেত্রে জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের টিকা প্রদানের ব্যবস্থা করা হতে পারে।

অন্যদিকে ইতিহাস বিভাগের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইউজিসিতে অবস্থান করছেন। অনুমোদনের বিষয়ে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সমাধান আসতে পারে।