অনুভূতির বিষাক্ততা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২১, ৩:০১ অপরাহ্ন / ৪৩৪
অনুভূতির বিষাক্ততা

রুহিনা আক্তার হেনা

আসা যাওয়া দিবারাত্রি ঘরে-বাহিরে।
তোমারে পুষিলাম গো কত আদরে!
তোমারি ভাবনায় মজি নিশিদিন,
দিনে দিনে পিন্জিরা মোর হইলো মলিন।
মিথ্যে এই শহরটা যেন,
তোমার আনাগোনাহীন।
অথচ বলেছিলে আমায় হায়!
হারাতে দিবে না আর কোনোদিন।
তোমার মন পাড়ায় আজ
খোজ নিয়ে দেখোতো একবার,
সেথায় আমি আছি কিনা আর।
ফিরবে না জানি আকাশ নীলে
হয়ে আমার পূর্ণিমা,
অনুনয়ে বলছি তোমায়
দুঃখগুলো রেখো না জমা।
স্বপ্ন ছিলো আমার
আকাশ ছোঁয়ার,
তা পারিনি বিধায়
ছুঁয়েছিলাম তব অন্তর।
আমার কাছে ছিলে তুমি
সীমাহীন সৎসাহসের অনন্ত এক ভান্ডার।
ভুলিনি তোমায় শতআঘাতে।
তোমার শহরে তোমার ই অজুহাতে,
তুমিহীনা বেঁচে থাকবো।
সকল পিছুটান দু পায়ে মাড়িয়ে চলবো।
খোয়াবগুলো যে বোবা হয়ে গিয়েছে,
নিস্তব্ধতা মোর চারিপাশ ঘিরে নিয়েছে,
জানতে দিবো না তোমায়,
সেসব কিছুই আর।
ক্ষমা করো প্রিয় আমায়।
উপমা হয়ে রবো তোমার,
অনুভূতিহীন বিষাক্ত রাফখাতায়।

কলমে-রুহিনা আক্তার হেনা
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান
বশেমুরবিপ্রবি