তোমাকে নিয়ে লিখব আর একটা গান আর একটা কবিতা
যে গানের সুরে ধ্বনিত হবে একটাই স্পন্দন
কতটা ভালোবাসি না দেখেই অপরিচিতা।
গোধুলির শেষ লগ্নে তোমার রূপের কল্পনা আঁকি নয়নে
কেমন হবে গো তোমার হাসি? কেমন হবে গো তোমার অবয়ব?
যাই হোক না কেন তুমি আমার কাছে বনলতা।
তোমার কল্পিত তুলনা কোন মানবের সাথে হবে না।
জানো, তোমার ভাবনায় আমার মস্তিস্ক মাঝে মাঝে বিগড়ে যায়?
ভাবি তুমি কত অপরুপা, লাবণ্যা।
ভেবে রেখেছি যেদিন তোমাকে দেখব – সেদিন তোমার সিগ্ধ আখি পাণে চেয়ে তোমার কোমল হাতে হাত ছোঁয়াব
সেখানেই হবে আমাদের প্রেম নিবেদন।
তোমাকে নিয়ে সারাক্ষণ জল্পনা কল্পনা,
ভালবেসে ফেলেছি তোমায় অল্পনা।
করবে কি আমার সাথে ছলনা?
বলোনা, হে বঙ্গ ললনা?
তোমাই নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি
শুধু একটাই সংশয় কেমন করে মন পিঞ্জরে বাঁধি।
ওগো অপরিচিতা, তুমি শুধু তোমার কন্ঠেই পরিচিতা
তোমার মোহময়ী হাসির প্রতিটি শব্দে আমি একেছি তোমার অবয়ব।
তুমি বলেছিলে তোমাকে নিয়ে লিখতে একটি গান একটি কবিতা,
সেখানে আমি লিখেছি কত গান, কত যে কবিতা।
আমি জানিনা কোন ছন্দ, কোন উপমা
শুধু জানি ভালোবাসতে এসবের কিছুই লাগেনা।
রিমঝিম বারিসার বাদলও দিনে,
আনমনা হয়ে,
তোমাকে কাছে পাওয়ার তীব্র বাসনা জাগে প্রাণে।
আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি অপরিচিতা
কিন্তু আমি যে তোমাকে আদৌ পাব কি পাবোনা?
সে কথা তুমি আমি কেউই জানি না
তারপর ভালোবেসে ফেলেছি তোমায়, অপরিচিতা।
শিক্ষার্থী, মার্কেটিং বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আপনার মতামত লিখুন :