অপেক্ষার প্রহর


প্রকাশের সময় : জুন ৪, ২০২১, ৯:২০ অপরাহ্ন / ৪০১
অপেক্ষার প্রহর

সুমাইয়া শিমু


নিঝুম একাকী রাত, ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ চারদিকে,
একটি রমণীর প্রতিদিন কাটে, অপেক্ষায় পথ চেয়ে।
সেই দূর্দিনে গেছে তার প্রিয় না বলে কতো দূরে,
ফেরেনি সে আজও একটি বারও তার নিজ বাস
গৃহে।
প্রদীপ জ্বলছে মৃদু মৃদু, আসছে কামিনীর গন্ধ,
এই বুঝি তার আসছে প্রিয়, হবে অপেক্ষার অন্ত।
নির্ঘুম সারা রাত কাটে তার, তাকে নিয়ে ভেবে ভেবে,
আসছে নাকি প্রিয়তম তার, ফিরছে নাকি ঘরে?
এভাবেই কতো মাস, বছর আর পেরুলো কতো দিন,
তবে কি তার প্রিয়তম আর ফিরবে না কোন দিন?
এসব ভেবে কাঁদে রমনীর অশ্রুসজল আঁখি,
এভাবেই কতো কেটে যায় তার অপেক্ষার প্রহরগুলি।