শব্দ কিনে ভরেছে আমার হৃদয়ের ভাঙা ঘর
অভিমানী ভালোবাসা এখন হৃদয়ের গুপ্তচর।
শব্দরা আমার কবিতার পাতায়, নেই কো তাদের অহংকার,
শত কষ্টের মাঝেও তোমায় ভালোবাসতে চাই বারবার।
অক্ষরের ছন্দের মাঝে যখন শব্দের হয় পতন,
ভালোবাসাটা নিঃশব্দে এসেছে এবার ধ্রুবতারার মতন।
ভাবনাগুলো খুঁজে বেড়ায় তোমার হৃদয়ের বালুচর,
অভিমান ভুলে কোনদিন ভালোবেসে নিও প্রেমিকের কদর।
গভীর রাতে কবিতার ছন্দ মাতে তীব্র প্রেমের নেশায়,
গোপন ভালোবাসা বারবার দেখি লুকানো তোমার চোখের ভাষায়।
উপত্যকার প্রতি কোনায় খুজবো তোমার হৃদয়ের গভীরতা,
মায়াবী নিশায় ভালোবাসার আবদারে তীব্রতা।
শব্দগুলো আজ বন্দী সব একাকীত্বের ঘরটায়,
হৃদয়ের ক্যানভাসে হিজিবিজি ছবি, ভাঙা মনের চিলেকোঠায়।
কল্পনাতে আমার ভালোবাসা মাঝেমাঝেই অবান্তর,
বিরহী মন তোমায় পেতে চেয়েছে, কবিতাদের আজ ভীষণ জ্বর।
লেখকঃ
নুসরাত জাহান
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহী
আপনার মতামত লিখুন :