অশ্লীলতারোধে নোবিপ্রবির ‘কাপল রোড’ সিঙ্গেলদের দখলে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২১, ৫:০৬ অপরাহ্ন / ৭১৫
অশ্লীলতারোধে নোবিপ্রবির ‘কাপল রোড’ সিঙ্গেলদের দখলে

নোবিপ্রবি প্রতিনিধিঃ

বিশ্ব ভালোবাসা দিবসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেমিক দম্পতিদের রোড খ্যাত ‘কাপল রোড’ আজ কাপলহীন,নেই কোনো প্রেমময় আমেজের চিত্র। তবে সেখানে কড়া পাহাড়ায় নজরদারি ও টহল করছেন নোবিপ্রবি প্রেমবঞ্চিত সংঘ ও সিংগেল সোসাইটির সদস্যরা।

সিংগেল সোসাইটি ও প্রেম বঞ্চিত সংঘের নেতাদের সাথে কথা বলে জানা যায় ভালোবাসা দিবসে যাতে কেউ প্রেমের নামে অশ্লীলতা,নোংরামি না করতে সে উদ্দেশ্যেই তাদের এই কড়া নজরদারি।

আজ ভালোবাসা দিবসে পুরো ক্যাম্পাস সিংগেলদের দখলে বলে জানান সিংগেল নেতারা।