আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান জনাব মোঃ বদরুল ইসলাম


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২০, ১১:৫১ অপরাহ্ন / ৩৪৫
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান জনাব মোঃ বদরুল ইসলাম

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি ) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারি অধ্যাপক জনাব মোঃ বদরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারি অধ্যাপক জনাব মো. বদরুল ইসলাম কে অত্র বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ করা হলো।

অফিস আদেশে আরো বলা হয়, তিনি একই বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব মো. রোকনুজ্জামান, সহকারি অধ্যাপক, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের স্থলাভিষিক্ত হবেন। তিনি চেয়ারম্যান দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।