রুহিনা আক্তার হেনা
আমার একটা আমি ছিলো
সেই আমিটা
রৌদ্রদিনে তপ্ত মাঠে
নূপুর পায়ে নাচতো
জ্যোসনা রাতে আপন মনে
খলখলিয়ে হাসতো
আচল ভরে রোদ কুড়াতো
শীতসকালে মুঠোয় ভরে
শিশিরকনা উড়িয়ে দিতো
আপন ভুলে দ্বিধার ছলে
সেই আমিটা
হঠাৎ কেন হলো নিরুদ্দেশ!
অনেক খুঁজি পাইনা গো আর
নেইকো কোথাও রেশ।
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বশেমুরবিপ্রবি
আপনার মতামত লিখুন :