আমার জন্মস্থান-মোঃ ফেরদাউস


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২০, ২:০১ অপরাহ্ন / ২৮৫
আমার জন্মস্থান-মোঃ ফেরদাউস

আমি ভালোবাসি আমার প্রিয় জন্মস্থান
যার করতলে জমে আছে যত পলি মাটি
তার প্রতিটি কনায় লেগে আছে ভালোবাসা।
নীলক্ষা আকাশের নীলে মুখরিত ধরণী,
সাদা মেঘের চলাচল গিয়ে মিশে আছে হিমালয়।
সবুজ নরম ঘাসে ফুটে আছে ঘাস ফুল।
বনচারী প্রাণী ঘুরে বেড়ায় সবুজ অরণ্যে,
পাখিরা উড়ে চলে গাছের ডালে ডালে
সন্ধ্যা লগ্নে পাখির কলকাকলীতে সাজে পৃথ্বী
যেন নীড়ে ফেরার এক আনন্দময়ী গান।
সকালে সূর্যের রঙিন আলোর জাগরণী
পথে ঘাটে আলো ছড়ায় উজ্জ্বল মেদিনী।
ভোরের দোয়েল শিস দেয় পাতার আড়ালে
দখিনা পবনে দোলে ফসলের মাঠ
কুয়াশা ঘেরা ভোরে কনকনে শীতে
আগুন জ্বালিয়ে পোহানো হয় শীত
প্রিয় জন্মস্থানের অপরূপ এ দৃশ্যে
নন্দিত হয় আমার এ মন
আমি ভালোবাসি প্রকৃতি তোমায়, তোমার সবুজ রূপ। বিশাল এ ধরার সবুজের মাঝে হারিয়ে যাই
প্রতি সকাল বিকাল কিংবা সন্ধিক্ষণের রঙিন মায়ায়।
রাতের তারাদের সাথে চলি বহু পথ
দিক দিগন্ত পাড়ি দেই চলে যাই দূর অজানায়।
থেকে যায় স্মৃতি,রেখে যাই আপন প্রিয় ভালোবাসা।
মা,মাটি, মানুষের মায়ায় ফিরে আসি তোমার কোলে।
আমি ভালোবাসি আমার প্রিয় জন্মস্থান
যেখানে একটি আত্মায় মিশে থাকে
কৃষক-শ্রমীক, জেলে, কামার-কুমার
ধনী -গরীব ছোট বড় নির্বিশেষে সবাই।