নিজস্ব প্রতিবেদকঃ খুলনার কয়রা উপজেলার ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৪টি ইউনিয়নে হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রা উপজেলার সদর ইউনিয়ন,মহারাজপুর,উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের হতদরিদ্র ১৫০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকালে কয়রা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেশ বিশ্বাস আম্পানে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও কয়রা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া আমিন লতা।
আম্পানে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ৫০০ গ্রাম নুডলস দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :