আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রার ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২০, ৮:৩৮ অপরাহ্ন / ২৯৬
আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রার ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ খুলনার কয়রা উপজেলার ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৪টি ইউনিয়নে হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রা উপজেলার সদর ইউনিয়ন,মহারাজপুর,উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের হতদরিদ্র ১৫০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকালে কয়রা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেশ বিশ্বাস আম্পানে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও কয়রা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া আমিন লতা।

আম্পানে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ৫০০ গ্রাম নুডলস দেওয়া হয়।