টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। বুধবার সকাল ১০টায় মুখোমুখি হয়েছে দুই দল।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় স্কটল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে চমক দেখিয়ে বিধ্বস্ত করেছিলো ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে জিম্বাবুয়ের এক সিকান্দার রাজায় পরাস্ত হয়েছিলো আয়ারল্যান্ড।স্কটল্যান্ড একাদশ
জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, সিমি সিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার।
আপনার মতামত লিখুন :