আমারও তো ইচ্ছে করে তোমার পাশে থাকতে;
ইচ্ছে করে তোমার হাতে হাত দুখানি রাখতে।
ইচ্ছে করে নীল আকাশে তোমায় নিয়ে ভাসতে,
ইচ্ছে করে নদীর মতো এঁকেবেঁকে চলতে।
ইচ্ছে করে তোমার ছবি হৃদয় মাঝে আঁকতে;
ইচ্ছে করে বলব কথা সকাল-দুপুর -সন্ধা,
ভীষণ ইচ্ছে করে!
তোমার ও কি ইচ্ছে করে????
ঐ নীল আকাশে দূর দিগন্তে হারিয়ে যেতে!
জানিনা!
তুমিও ভাব কি??
তোমার ইচ্ছে করে কি??
✍️মোঃ শাহিদ হাসান মামুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
আপনার মতামত লিখুন :