ফাহমিদ ফুয়াদ ফারহান
বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ এর অনুপ্রেরণায় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ (ফইক) ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক এস এম আবির হোসেন, সোমবার (১০মে) ক্যাম্পাসের অসহায় কর্মচারী, ডাইনিং এর বাবুর্চি, গার্ডদের মাঝে ইদ উপহার স্বরুপ নতুন জামাকাপড় বিতরণ করেন।
এসময় প্রতিষ্ঠাতা আহবায়ক এস এম আবির হোসেন বলেন, ইদ মানে আনন্দ। আর আমরা চাই আনন্দটুক সবাই মিলে উপভোগ করতে। তাই এই ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ আগামী দিনে নিজেকে এবং আমার সংগঠনকে মানবিক কাজের মধ্য দিয়ে সামনের দিকে নিয়ে যাবো।
আপনার মতামত লিখুন :