একটি কবিতার জন্য


প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন / ৩৭৬
একটি কবিতার জন্য

শুধু একটি কবিতা লিখব বলে-
কত কবিকে যে গালি দিয়েছি
তার কোনো ইয়ত্তা নেই!
রূপসী কবিকে যখন দেখি,ভাবী-
কবিকে যদি ঈশ্বর নিক্ষেপ করতেন-
তপ্ত বালুর উপর ঢেউ দৃশ্যমান কোনো মরুর দেশে!
নিশ্চয় এই বাংলায় আসার সাধ তাঁর জাগত না।
বালুকণা হয়ে মরুভূমিতেই পড়ে থাকতে চাইতেন!

সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়ে
প্রেমিক হতে চেয়েছি বটে কিন্তু স্বপ্নে বিড়ম্বনা!
স্বপ্নে তাঁদেরকে দেখি বলে-
স্বপ্নদোষেও ছাড়তে পারি না!
মনে হল সুনীলের কাব্যিক প্রেম
আমার হৃদয়ে আসেনি।
এসেছে বেশ্যালয়ের কোন অশরীরী প্রেতাত্মা!

রাজনীতির কবিদের কবিতা পড়ে বিস্মৃত হই
এরা এত সাহস কোথায় পায়?
ভীরু মানুষ!
মাথা ন্যাড়া করে টুপি দিলেই বিপ্লবী মনে হয়!
আমিও তাই করলাম।
ন্যাড়া বিপ্লবে কবি হওয়ার চেয়ে
রাজনীতিবিদ হওয়া শ্রেয় মনে করলাম!
অতঃপর মনে হল গণতন্ত্র কোনো মতবাদ নয়
এটা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার।
চোরের সাথে চুরি করা যায়
কিন্তু আদর্শিত হওয়া যায় না।

মানুষের বদদোয়ায়-
শয়তানের কিছু হয় না জেনেও
মানুষ শয়তানকে গালি দেয়!
কিছু গালি কবিদেরও প্রাপ্য-
শুধু একটা কবিতার জন্য।

লিখেছেনঃ শেখ আব্দুল হালিম
শিক্ষার্থী, আইন বিভাগ, বশেমুরবিপ্রবি