বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি ) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারি অধ্যাপক জনাব উজ্জ্বল মন্ডল।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারি অধ্যাপক জনাব উজ্জ্বল মন্ডল কে অত্র বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়, তিনি জনাব মো. আব্দুল মান্নান খান এর স্থলাভিষিক্ত হবেন। তিনি চেয়ারম্যান দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
আপনার মতামত লিখুন :