সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০১২ ব্যাচ থেকে এস.এস.সি ২০১৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে উক্ত ব্যাচগুলোর মধ্যকার ৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কলেজ মাঠে ১৩ নভেম্বর বিকাল ৩.৩০ টায় অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় এস.এস.সি ২০১৬ ব্যাচ ও এস.এস.সি ২০১৭ ব্যাচ (দিবা) মুখোমুখি মোকাবিলায় ২০১৬ ব্যাচ চ্যাম্পিয়ন হয়েছে। ২৯ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্ট শুরু হয়। ১৩ নভেম্বর ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান, মোঃ আবুল হাসান, কানাইলাল মজুমদার, মোঃ ইকবাল হোসেন প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন এস.এস.সি ১৯৯৪ ব্যাচের আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ, এস.এস.সি ২০০৬ ব্যাচের মোঃকায়সারুজ্জামান হিমেল প্রমুখ।
টুর্নামেন্টের আয়োজনে রেফারী ও ফুটবল স্পন্সর করেছেন প্রাক্তন ছাত্র আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ, চ্যাম্পিয়ন্স ট্রফি স্পন্সর করেছেন প্রাক্তন ছাত্র রাসেল কামরুজ্জামান, সেরা খেলোয়ারদেরকে পুরষ্কারস্বরুপ ক্রেস্ট স্পন্সর করেছেন ১৯৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্ররা, ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম স্পন্সর করেছেন ২০০৬ ব্যাচের প্রাক্তন ছাত্র শেখ তানজিম কালাম তমাল, এছাড়াও মেডেল, মাঠ পরিচালনা, রেফারিদের পুরস্কার, আপ্যায়ন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ স্পন্সর করেছেন মোঃ জুনায়েদ ইসলাম বায়রন, কায়সারুজ্জামান হিমেল, মনিরুজ্জামান মনি।
এছাড়া ২০১৩ ব্যাচের টিমে এন্ট্রি ফি ও জার্সি স্পন্সর করেছেন সৈয়দ রুবায়েত ইসলাম রাতুল ও সিরাজ খান।
খেলার আয়োজক কমিটিতে ছিলেন প্রাক্তন ছাত্র সিরাজ খান, জিৎ রাহা, মেহেদী হাসান খান, নাহিদ হাসান আল-কুরাইশী, মোস্তফা আরাফাত ইসলাম, মোঃ মুজাহিদ ইসলাম, আব্দুল্লাহ আল মঈন, মিনহাজুর রহমান সিজান, মোঃ আফতাবুজ্জামান, বাদশা, মুন্না, হাসিব, এবি নাহিদ,আশিক,মাফি,মিতুল, শাহেদ,দোহা,সৈকত প্রমুখ।
আপনার মতামত লিখুন :