কলমে: কলি দেবী
ভালো নাহয় একটু বেশিই বাসি
রাগ নাহয় একটু বেশিই করি
অভিমানগুলো নাহয় গুছিয়ে জমা রাখি
কিন্তু সবি তো তোমার উপরি করি,
কই এত হাজারো মানুষ থাকতেও
তাদের জন্য অভিমানগুলো জমাই না,
কই তাদের কথায় কথায় রাগান্বিত হয় না।
প্রতি শরৎ এ না হয় কাশফুলের বায়না ধরি
কিছুদিন পর না হয়
একটি অপরাহ্ন বিকেল উপহার চাই
তাতে কি তুমি আমার থেকে মুখ ফিরাবে?
প্রতি বর্ষায় না হয় কদমগুচ্ছ চাই
আমার উষ্ক কেশে
তোমার হাতের একটু স্পর্শ চাই
তাতে কি তুমি রাগান্বিত হয়ে আড়চোখে তাকাবে?
আমার মিছিমিছি অভিমানগুলি
তোমার মধুর আলাপেই তো ভাঙ্গে।
বহুক্ষণ অপেক্ষা করতে রাজি
তবে তারপর যেনো তোমায় পাই।
অন্য মেয়েতে আখী মিলালে
নাহয় রাগ করি,
তুমি তো জানো আমি তোমায়
হারনোর ভয়ে থাকি।
ভালো না হয় একটু বেশিই বাশি।
আপনার মতামত লিখুন :