মন চায় ভেসে যাই আকাশে শিমুল তুলার মত
মন চায় ঘুরে বেড়াই উড়ন্ত চিলের মত
মন চায় মিশে যাই কালো মেঘের মত
কি অপরুপ তুমি বাংলা !
শরতের আকাশে চাঁদের জ্যোৎস্না হাসে
বসন্তে এই বাংলায় হাজার ফুলের ঘ্রাণ আসে ।
বর্ষায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে
মাছেরা খাল-বিল, নদীতে খেলা করে
বক, মাছরাঙ্গা, পাতিহাস আকাশে উড়ে
কি অপরুপ তুমি বাংলা !
রাতের বেলায় হাছনাহেনা ফুলের ঘ্রাণ
মুগ্ধতায়, সজিবতায় ভরে যায় প্রাণ।
ভোরবেলায় পাখিদের কল-কাকলীর ধ্বনি
ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে শুনি
কি অপরুপ এই নীলাভূমি !
ভাদ্র মাসে ফুটে বকুল
বৈশাখে ঝড়ে আমের মুকুল
আষাঢ়ে টাপুস টুপুস পড়ে তাল
জৈষ্টে পাকে আম, কাঠাল
কি বিচিত্র ফলের সমাহার এই বাংলা!
তোমার বুকে নদী চলে একে বেঁকে
নদীর বুকে জেলেরা বসি পাতে গেথেঁ গেথেঁ
কৃষক ধান ধাই ক্ষেত থেকে
তাতি তাত বুনায় পাট থেকে
কি বিচিত্র পেশার সমন্বয় এই বাংলা।
শিক্ষার্থী,ইংরেজি বিভাগ
বশেমুরবিপ্রবি
আপনার মতামত লিখুন :