কুবি সায়েন্স ক্লাবের দায়িত্বে শাওন – মোস্তফা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২১, ৭:২৩ অপরাহ্ন / ৩০৮
কুবি সায়েন্স ক্লাবের দায়িত্বে শাওন – মোস্তফা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক সংগঠন সাইন্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারী) ২০২০-২০২১ সালের ৪০ সদস্যের এ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ফার্মেসী বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন শাওনকে সভাপতি ও একই বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মাে. নুরুল মােস্তফাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মেহেরুন্নেসা তানিয়া (ফার্মেসী ৯ম), সঞ্জিত মন্ডল (পদার্থ ১০ম), কাজী আফসারুল আমিন সৌরভ (পদার্থ ১০ম), সায়মন আহমেদ (ফার্মেসী১০ম)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফাহিম আহমেদ (আইসিটি ১১তম), আমান উল্লাহ (রসায়ন ১১তম), মাহবুবুর রহমান (গনিত ১১তম)।

এছাড়াও, সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাহিদ হাসান ভূঁইয়া (পদার্থ ১১তম), আমরুল হাসান (পরিসংখ্যান ১১তম), তনিমা আফরিন (পদার্থ ১১তম)।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন খায়রুল বাশার (পদার্থ ১১ তম), দপ্তর সম্পাদক নাজমুল হাসান (গণিত ১২ তম), প্রচার সম্পাদক রানা মজুমদার (রসায়ন ১২ তম),

কার্যকরী সদস্য সাইদুর রহমান, হাবিবা সুলতানা প্রমুখ।