গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবীতে গণ স্বাক্ষর কর্মসুচি এবং মানববন্ধন পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২০, ৪:১৬ অপরাহ্ন / ২২৩
গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবীতে গণ স্বাক্ষর কর্মসুচি এবং মানববন্ধন পালিত


গাইবান্ধা প্রতিনিধি : পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবীতে গণ স্বাক্ষর কর্মসুচি এবং মানববন্ধন পালিত হয়েছে গাইবান্ধায়।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশেন অফ গাইবান্ধা (পুসাগ) এর আয়োজনে আজ সকালে গাইবান্ধা শহরের ১ নং ট্রাফিক মোড় আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসুচি পালিত হয়।
সংগঠনের সভাপতি হোসাইন মো: জীমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন দেশের অনেক জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও আমাদের গাইবান্ধা জেলায় পর্যাপ্ত জায়গা থাকা সত্বেও এই জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না। অথচ রাজনৈতিক ভাবে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এবং হুইপ গাইবান্ধার মানুষ হওয়া সত্বেও গাইবান্ধায় কেন এতদিনও পাবলিক বিশ্ববিদ্যালয় হয় নি।
তাই অচিরেই গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করে কর্মসংস্থান বৃদ্ধি সহ অবহেলিত এই জেলার শিক্ষার মান আরো বৃদ্ধির দাবী জানান ।
মানববন্ধন শেষে জেলার সকল স্তরের মানুষের কাছে গণ স্বাক্ষর গ্রহন করা হয়।