গান,কবিতায় পালিত হলো বিএল কলেজে বসন্ত উৎসব-১৪২৭


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২১, ১১:৩১ পূর্বাহ্ন / ৪১৭
গান,কবিতায় পালিত হলো বিএল কলেজে বসন্ত উৎসব-১৪২৭

বিএল কলেজ প্রতিনিধিঃ

“আজ বসন্ত জাগ্রত দ্বারে, এর অবগুণ্ঠিত কুন্ঠিত জীবনে,কোরো না বিড়ম্বিত তারে” এমনি সব ছন্দের তালে রঙ্গিন বেশে পালিত হয় সরকারি ব্রজলাল কলেজের পাঠচক্র চত্বরে বসন্ত উৎসব-১৪২৭

সকাল ১০ ঘটিকায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ জনাব প্রফেসর শরীফ আতিকুজ্জামানের উপস্থিতিতে শুরু হয় বসন্ত উৎসবের আনুষ্ঠানিক কাযক্রম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মামুন কাদের স্যার,জনাব মেহেদী হাসান ইমরান স্যার, জনাব ইসমাইল হোসেন শোভন স্যার, জনাব মইনুল ইসলাম স্যার। এ ছাড়াও ছিলেন কবি সুপ্রসাদ ঘোষামী।

অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলতে গান,কবিতা,আর কৌতুক পরিবেশনে অংশগ্রহণ করেন আবৃত্তি সংগঠন “বায়ান্ন” বিএল কলেজ থিয়েটার, বিএল কলেজ ডিবেটিং ক্লাব সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।

বাংলার আবহমান সংস্কৃতিকে ধারন করার উপর গুরুত্বরোপ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ জনাব শরীফ আতিকুজ্জামান বলেন,সংস্কৃতি মানে শুধু গান,কবিতা,তবলা,গিটার নয় বরং সেটা মনে ধারনের লালনের বিষয়।

বসন্ত উৎসব কে ঘিরে শিক্ষার্থীরা সেজেছিলো রঙ্গিন সাজে,মুখরিত হয়েছিলো কলেজ ক্যাম্পাস।