অপ্রাপ্তি🌸
আমার একটা ছোট্ট নীল রংয়ের টিনের চালের বাড়ি থাকবে। বাড়ির পাশ দিয়ে বইবে একটা খরস্রোতা নদী। একটা পাহাড়ও কিনবো আমি, সব পাখিদের নামে লিখে দিবো সেই পাহাড়টা।বাড়ির উঠানে থাকবে একটা শিউলি ফুলের গাছ, কোন এক ভোরবেলা উঠোন জুড়ে পড়ে থাকা ফুলের মেলা দেখবো।দক্ষিণমুখী একটা জানালাও থাকবে যেখানে বসে আমি রোজ নিজের হাতের বানানো অপরাজিতা ফুলের চা খাবো আর গুনগুন করে গান গাইবো। বৃষ্টির সময় জানালার পাশে বসেই অপলক দৃষ্টিতে নদীর পানিতে বৃষ্টির স্বচ্ছন্দ পতন দেখবো আর টিনের চালে সেতারের আওয়াজ শুনবো।
আমার আমিতেই তো আমার প্রাপ্তি
লেখকঃ
রুহিনা আক্তার হেনা
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
সেশন:২০১৯-২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আপনার মতামত লিখুন :