কয়রা প্রতিনিধি: অরক্ষিত উপকূলীয় এলাকার জানমাল রক্ষা ও জলবায়ু সুবিচারের দাবিতে খুলনার কয়রাতে এশিয়া ক্লাইমেট র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের পাতাখালী কাটকাটা বেড়িবাঁধের উপর এই র্যালি অনুষ্ঠিত হয়।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর খুলন জেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান বাদশাহ’র তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পরিবেশ ও জলবায়ু কর্মীরাসহ অর্ধশতাধিক তরুণ-তরুণী এই মানববন্ধনে অংশ নেন।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর খুলনা জেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান বাদশাহ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতিতে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিপুর্ণ দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের ফলে এই ঝুঁকি দিন দিন বাড়ছে। এশিয়ার বিভিন্ন দেশসহ বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চল অরক্ষিত থেকে যাচ্ছে যুগের পর যুগ। এশিয়া ক্লাইমেট র্যালির মাধ্যমে অরক্ষিত উপকূলীয় এলাকার জানমাল রক্ষা ও জলবায়ু সুবিচারের দাবি জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :