মোঃ তোফাজ্জল হোসেনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব)। ১২ই অক্টোবর (সোমবার) বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি তারিক লিটু ও সাধারণ সম্পাদক তানবির আলম খান এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিবৃতিতে তাঁরা বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে সুন্দর,সুশৃঙ্খল ও শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন হিসাবে গড়তে তুলতে এবং বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা চর্চার মাধ্যমে শিক্ষাঙ্গনে সুশাসন প্রতিষ্ঠাতে অগ্রনী ভূমিকা পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা।এছাড়া তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। প্রসঙ্গত, রবিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নয় সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের ঢাবি প্রতিনিধি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাবি প্রতিনিধি মো. সাজ্জাদুল কবির নির্বাচিত হয়েছেন। এছাড়াও নবগঠিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দ্য ডেইলি স্টারের আশিক আব্দুল্লাহ অপু, যুগ্ম সম্পাদক সম্পাদক পদে দৈনিক সংবাদের আব্দুল্লাহ আল জোবায়ের, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের আবু সাইদ ইসিয়াম, দপ্তর সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের ইসমাঈল সোহেল, কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক আলোকিত বাংলাদেশের মামুন তুষার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাসিমুল হুদা, দৈনিক সমকালের মাজহারুল ইসলাম রবিন নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :