তোমাকে মনে পড়ে


প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২০, ১:১৫ অপরাহ্ন / ৩৫৪
তোমাকে মনে পড়ে

ফাগুনের এই অগ্নি ক্ষরা রোদেলা দিনে,
প্রেয়শী তোমাকে মনে পড়ে ক্ষণে ক্ষণে।
তুমি ছিলে আমার নয়নের মনি হয়ে,
তোমার ভালোবাসা ভরপুর ছিল মিথ্যা অভিনয়ে।

আমাকে ছেড়ে তুমি খুঁজেছো স্বীয় সুখ,
তোমার প্রস্থানে অম্লান হয়েছে আমার মুখ।
আমায় তুচ্ছ করে গেলে তুমি অন্যের কাছে,
শুনে আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেছে।

দু নয়নের মনি করে রেখেছিলাম খুব যতনে,
ভালোবাসা উজার করে দিয়ে ঠাঁই দিয়েছিলাম এ মনে।
মনের লীলাভূমিতে প্রেমের বীজ করেছিলাম বপন,
শত কষ্টে তোমার ভালোবাসাকে এ বুকে করেছি লালন।

তোমার ছবি আঁকার জন্য নেই কোনো রং তুলি,
হৃদয়ে মিশে আছো তুমি, কেমনে তোমাকে ভুলি।
হৃদয় দ্বিখন্ডিত করলে দেখতে পাবে তুমি রয়েছো মিশে,
আমার হাসি মুখ নিভে যায় তুমি না থাকলে পাশে।

লেখক: জুবায়েদ মোস্তফা
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।