থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন


প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২১, ৯:২৪ পূর্বাহ্ন / ৩৭৪
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটার কুবির কার্যনির্বাহী কমিটি ২০২০-২১ গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আছেন নৃবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী অর্ক গোস্বামী ও
সাধারণ সম্পাদক পদে আছেন একই বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ।

শনিবার (৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সংগঠনটির বার্ষিক থিয়েটার নাইটে নতুন এই কমিটি ঘোষণা করেন সাবেক নাট্যকর্মী মিনহাজুল আবেদিন।
এ সময় উপস্থিত ছিলেন থিয়েটার কুবির টেকনিক্যাল উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন.এম রবিউল আউয়াল চৌধুরী ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা নাহিদ। এছাড়াও সাবেক নাট্যকর্মী রিয়াসাত তানজীম, কবির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নব গঠিত কমিটির অন্যান্য সদস্য যারা আছেন:
সহ-সভাপতি সিয়াম চৌধুরী, আনিকা আফরোজা দিশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম,
অদিতি রায়, সাংগঠনিক সম্পাদক
মোহন চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নান রাহিম, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রাকিব, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইমদাদুল হক মিরন, অর্থ সম্পাদক গুলশান পারভীন সুইটি, প্রচার সম্পাদক রওনক জাহান নীলা, মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক আরাফাত রাফি, আলোক নিয়ন্ত্রণ সম্পাদক ফজলে রাব্বী, শব্দ ও সঙ্গীত সম্পাদক নিজামুল ইসলাম নাইম, প্রপস ও কস্টিউমস সম্পাদক ওয়াসিমা এ্যানি।

অন্যদিকে, কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মাহবুবা চৌধুরী, উম্মে মারিয়া, আসমা আক্তার মুক্তা, মোহাম্মদ মাসুম বিল্লাহ, দীপ চৌধুরী।