দুই প্রান্ত


প্রকাশের সময় : জুন ৮, ২০২১, ২:০২ অপরাহ্ন / ৩৯৪
দুই প্রান্ত

এক প্রান্তে রয়েছো তুমি
আর অপর প্রান্তে আমি!
এভাবে আর কতদিন যাবে তোমাকে ছাড়া একাকী!

দূরত্বটা ঠিক কতটুকু হবে বোঝা মুশকিল
তবুও তোমার সাথে কেনো এত মিল?
শুনেছি ভালোবাসা প্রবল থাকলে নাকি —
থাকেনা মনের দূরত্ব!
তোমার আর আমার বেলায়ও কি এমন হয়েছে?
হবেই বা না কেনো?
তোমাকেই যে ভাবি প্রতিটা প্রহরে এটা তো অমোঘ সত্য!

ভালোবাসায় কি মাপা হয় নাকি দূরত্বের পরিমাণ?
এই প্রশ্নটা করেছিলে সেদিন এখনো হৃদয়ে অম্লান!
তুমি তো ঠিক ছিলে এখনো রয়েছো বটে –
ভালোবেসেছি তোমাকে একথা যেন পুরো পৃথিবীতে রটে!

✍মাইনুল ইসলাম মাহিন