ধুনটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ১১‌টি ক্রসব্রীড গাভী বিতরণ


প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২১, ৭:৫৩ অপরাহ্ন / ৩৪১
ধুনটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ১১‌টি ক্রসব্রীড গাভী বিতরণ

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ক্রসব্রীড গাভী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ধুনট পৌরসভা চত্বরে ১১টি পরিবারের মাঝে গাভী হস্তান্তর করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে গাভী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.সাইফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক,ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা,ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান,শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক আফসার আলী,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎসহ প্রমুখ নেতৃবৃন্দ।