ধুনটে অনুষ্ঠিত হল শহর সমন্বয় কমিটির সভা


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২০, ৬:০২ অপরাহ্ন / ৩২২
ধুনটে অনুষ্ঠিত হল শহর সমন্বয় কমিটির সভা

ফজ‌লে রাব্বী মানু,ধুনট (বগুড়া)থে‌কেঃ
বগুড়া জেলার ধুনট উপ‌জেলায় পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে ধুনট পৌরসভা মিলনায়ত‌নে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ধুনট শহর সমন্বয় কমিটির চেয়ারপার্সন ও ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার সচিব শাহিনুর ইসলাম, সহকারী প্রকৌশলী এসএম শফিকুল ইসলাম, ধুনট জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোজিনা আক্তার সুমি, পৌর কাউন্সিলর শাহজাহান আলী, রনজু মল্লিক, আলী আজগর মান্নান, ফরিদ উদ্দিন, ফজলুল হক সোনা, সোলায়মান আলী, রেনুকা পারভীন, লাইট হাউজ রেসপনসিবল প্রকল্পের ধুনট উপজেলা কর্মকর্তা সানজিদা নাসরিন, প্রজেক্ট ফ্যাসিলিটেটর ওমর ফারুক, টিএমএসএস ধুনট অঞ্চলের সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি, ধুনট পৌরসভার উচ্চমান সহকারী হোসনে মোবারক নয়ন, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক ও ব্যবসায়ী শহিদুল ইসলাম প্রমুখ।