ধুনটে আঠারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২০, ৫:৪৫ অপরাহ্ন / ৩১৬
ধুনটে আঠারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ফজলে রাব্বী মানু ধুনট (বগুড়া) থেকে:
বগুড়ার ধুনট পৌর এলাকায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও এডিপি’র অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাকাসড়ক পুন: নির্মান (বিটুমিন ডেন্স কার্পেটিং), নতুন সড়ক নির্মান (আরসিসি), পাবলিক টয়লেট ও আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক।

রোববার দুপুর ১২টার দিকে ধুনট পৌরসভা মিলনায়তনে উক্ত উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম, শফিকুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট পৌরসভার সচিব শাহীনুর ইসলাম, সহকারী প্রকৌশলী এস.এম শফিকুল ইসলাম, ধুনট পৌরসভার কাউন্সিলর শাহজাহান আলী, আলী আজগর মান্নান, রনজু মল্লিক, বাবুল আকতার বাবু, ফজলুল হক সোনা, ফরিদ উদ্দিন, কার্যসকারী মাহমুদুল ইসলাম টুকু, উচ্চমান সহকারী হোসনে মোবারক নয়ন, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহসভাপতি আলিম আল রাজী বুলেট, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ঠিকাদার বদরুল হাসান আগা, ফরহাদ হোসেন ও আব্দুল মোমিন সোহেল প্রমুখ।