ধুনটে আসন্ন ‌পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রশাসন ও প্রার্থীগ‌ণের মত‌বি‌নিময় সভা


প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২১, ৬:৩৬ অপরাহ্ন / ৪৫১
ধুনটে আসন্ন ‌পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রশাসন ও প্রার্থীগ‌ণের মত‌বি‌নিময় সভা

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের সাথে পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আলিমুদ্দিন হারুন মন্ডল, বাংলাদেশের কমিনিস্ট পার্টি মনোনিত মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা সাহা সন্তোষ, কাউন্সিলর প্রার্থী আলী আজগর মান্নান, বাবুল আখতার, মোহাম্মদ আলী, আল আমিন তরফদার, শামছ উদ্দিন মল্লিক দুলাল, রাজিবুজ্জামান, ইজুল খাঁন ও শিল্পী আকতার কদভানু।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী ৩০ জানুয়ারি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ধুনট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল প্রার্থীদের নির্বাচনী আচারণ বিধি মেনে চলতে হবে। নির্বাচন চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।