ধুনটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২১, ৬:১৫ অপরাহ্ন / ৩০২
ধুনটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফজলে রাব্বি, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় ১৭১টি ইয়াবা বড়ি সহ রাশেদুল ইসলাম হৃদয় (১৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ (সিরাজগঞ্জ)। রাশেদুল ইসলাম হৃদয় উপজেলার ঝাপড়া রামনাথ গ্রামের রাকিব হোসেনের ছেলে। বুধবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের একটি গ্রামে ইয়াবা বড়ি বিক্রি হচ্ছে। সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাশেদুল ইসলাম হৃদয় নামে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। আটক করার পর তার দেহ তল্লাশি করে ১৭১টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই র‌্যাব বাদি হয়ে ধুনট থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ব্যার-১২ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানা হেফাজতে দিয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।