ধুনটে উত্তরা মৎস‌্য খামা‌রে মা‌ছের পোনা অবমুক্ত কর‌লেন মেয়র এ‌জিএম বাদশাহ্


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২১, ৬:৪৩ অপরাহ্ন / ৪২৯
ধুনটে উত্তরা মৎস‌্য খামা‌রে মা‌ছের পোনা অবমুক্ত কর‌লেন মেয়র এ‌জিএম বাদশাহ্

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামের আধু‌নিক ও উন্নত প্রযু‌ক্তির উত্তরা মৎস্য খামারে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিক ভাবে খামারের ৩ নম্বর ও ৪ নম্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্। এরআগে খামা‌রের কার্যক্রম প‌রিদর্শণ ও খামারের মঙ্গল কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উত্তরা মৎস্য খামারের স্বত্তাধিকারী ফজলুল বারী ( মিনু ), প‌রিচালক আব্দুল লতিফ পাখী, ফজলার রহমান ( মিলন ), ফজলে রাব্বী ( মানু ),এ্যাড. সাইদুর রহমান,জাহিদুল ইসলাম জা‌হিদ,মুনজিল হক, হবিবর রহমান, মুরাদুজ্জামান সাগর, দোলা,ও সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।