ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টটির উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী আজগর মান্নান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, সাংবাদিক মাসুদ রানা, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, ইউপি সদস্য নূরনবী আকন্দ, মিজানূর রহমান মজনু, প্রভাষক জাহিদুল ইসলাম জাহিদ, ঠিকাদার আব্দুল মোমিন সোহেল ও যুবলীগ নেতা মাসুদ রানা।
উল্লেখ্য, নক আউট টুর্নামেন্টটিতে ১০টি ইউনিয়নের ১০টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় ধুনট সদর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে চৌকিবাড়ি ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে। ৩১ মার্চ টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :