ধুনটে এলাঙ্গী ইউনিয়ন আ. লীগের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৯, ২০২১, ৮:২৫ অপরাহ্ন / ২৮৩
ধুনটে এলাঙ্গী ইউনিয়ন আ. লীগের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে এলাঙ্গী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বর্ধিত সভার শেষ দিনে সভাপতির বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল।

এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোজাফর রহমান, জেলা পরিষদের সদস্য নাজনীল নাহার, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি লিটন মাহমুদ, যুগ্ম সম্পাদক রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক ওহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা তহিদুল ইসলাম, ফজলে খোদা বাবলু, আবু হানিফ, আব্দুল আলিম, ছানোয়ার হোসেন, কামাল পাশা, ছাত্রলীগ নেতা রিপন মাহমুদ, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান অসীম, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক মুনজুরুল আহসান, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কোরবান আলী, এলাঙ্গী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক লিটন মাহমুদ, প্রজন্ম লীগ নেতা উজ্জল, মুক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা সৈকত আহমেদসহ অত্র ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।