ধুনটে এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২১, ৫:৪৪ অপরাহ্ন / ৪৯৩
ধুনটে এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় করোনাকালীন সময়ে অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রকল্পের ভবিষ্যত করণীয় বিষয়ক এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় লাইট হাউসের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ওয়ার্কশপে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল কাফী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম সানাউল মোস্তফা, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল, নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, লাইট হাইসের প্রকল্পের মনিটরিং কর্মকর্তা বিধান কৃষ্ণ রায় ও প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন।

এ্যাডভোকেসি ওয়ার্কশপে সরকারি কর্মকর্তা এবং সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারগণ অংশ গ্রহন করেন।