ধুনটে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মান‌তে ক্যাম্পেইন ও র‌্যালী


প্রকাশের সময় : মার্চ ২২, ২০২১, ৮:৩৭ অপরাহ্ন / ২৮৭
ধুনটে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মান‌তে ক্যাম্পেইন ও র‌্যালী

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানতে সচেতনতামুলক ক্যাম্পেইন ও র‌্যালী হয়েছে। সোমবার দুপুর ১২টায় শহরের জিরো পয়েন্ট এলাকায় উপজেলাপ্রশাসনের উদ্যোগে ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পেইনকালে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়েছে। এছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, পৌর মেয়র এজিএম বাদশাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার উপস্থিত ছিলেন। অপরদিকে দুপুর সাড়ে ১২টায় শহরে ধুনট থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামুলক র‌্যালী হয়েছে।এসময় পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং মাস্ক ব্যবহারকারীদের মধ্যে ফুল উপহার দেওয়া হয়। পুলিশের সচেতনতামুলক কর্মসূচিতে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা,পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক,উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার,আসাদুজ্জামান, আব্দুর রাজ্জাক,এএসআই আব্দুল আজিজ,আতিকুর রহমান,মনোয়ারা বেগম, আব্দুল আওয়াল সহ পুলিশ সদস্যগণ অংশ নেন।