ধুনটে করোনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২১, ৭:০৭ অপরাহ্ন / ৩০৩
ধুনটে করোনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি কর্মকর্তাদের সাথে করোনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এফসিডিও’র অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে রেস্পন্সিবল প্রকল্পের আওতায় লাইট হাউস ধুনট শাখা এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।

সভায় আরও বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার নুপুর, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, নাগরিক সহায়ক কমিটির সভাপতি মোজাম্মেল হক, লাইট হাউসের মনিটরিং অফিসার বিধান কৃষ্ণ রায়, প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন ও প্রজেক্ট ফ্যাসিলিটেটর ওমর ফারুক।