ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের মারপিটে এক কৃষক দম্পতি আহত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ধূলাউড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
আহত কৃষক দম্পতি হলেন ধূলাউড়ি গ্রামের মৃত মোজাহার আলীর মন্ডলের ছেলে মজনু মন্ডল (৫৫) ও তার স্ত্রী ঝর্ণা খাতুন (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, ধূলাউড়ি গ্রামের কৃষক মজনু মন্ডলের সাথে একই গ্রামের আনছার আলীর ছেলে হেলাল মন্ডলের জমিজমা নিয়ে বিরোধ ছিল। সোমবার সকাল ৯টায় আবাদী জমি থেকে কৃষক মজনু মন্ডল বাড়ি ফেরছিল। পথিমধ্যে হেলাল মন্ডল (৪০) লোকজন নিয়ে তার উপর হামলা চালায়। হামলাকরীরা তাকে মারপিট করলে মজনু মন্ডলের স্ত্রী ঝর্ণা খাতুন এগিয়ে আসে। এসময় হামলাকারীগণ ঝর্ণা খাতুনকেও মারপিট করে। তাদের মারপিটে কৃষক মজনু মন্ডল ও তার স্ত্রী ঝর্ণা খাতুন আহত হয়। আহতদের মধ্যে ঝর্ণা খাতুন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কৃষক মজনু মন্ডল ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, কৃষকের লিখিত অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :