ধুনটে ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি প্রদান


প্রকাশের সময় : মে ৬, ২০২১, ৮:৩৮ অপরাহ্ন / ২৮৪
ধুনটে ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি প্রদান

ফজলে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় প্রধানমন্ত্রী বরাবর ১০দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেছে ক্ষেতমজুর সমিতি স্মারকলিপিতে করোনা অতিমারিকালে কর্মহীন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের সুষ্ঠ তালিকা করে জনস্মুখে প্রকাশ করে ৫হাজার টাকা করে প্রদান, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, সকল ধরনের কিস্তি বন্ধ ও সুদমুক্ত ঋণ প্রদানসহ ১০টি দাবী উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী বরাবর লিখিত এ স্মারকলিপি ধুনট উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের নিকট হস্তান্তর করেছেন।

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সাহা সন্তোষ, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. বিভূতী ভূষন শীল, সহসভাপতি শামছুল হক ভোলা, ক্ষেতমজুর নেতা সাধন সরকার উপস্থিত ছিলেন।