ধুনটে ঘোড় দৌড় মেলার উদ্বোধন


প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২১, ৬:২৩ অপরাহ্ন / ৩৫০
ধুনটে ঘোড় দৌড় মেলার উদ্বোধন

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় যুব সমাজের উদ্যোগে তিন দিন ব্যাপী ঘোড় দৌড় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।

অনুষ্ঠানে ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম রেজা, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, পপি রানী পোদ্দার, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, মেলা আয়োজক কমিটির সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।