ধুনটে ছাত্রদলের কর্মী সম্মেলন


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২০, ৮:৩৭ অপরাহ্ন / ৪১৩
ধুনটে ছাত্রদলের কর্মী সম্মেলন

ফজ‌লে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাজিদ হাসান বাবু। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন রাজু, করিম প্রধান রনি, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয় অঞ্চল) রফিকুল ইসলাম রবি। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সহসভাপতি আবু নাসের, সহসম্পাদক মনোয়ার হোসেন টোটন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিয়াল সরকার প্রমুখ।