ধুনটে জনবান্ধব ও গণমুখী বাজেটের জন‌্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগের আনন্দ মিছিল


প্রকাশের সময় : জুন ৬, ২০২১, ৫:৪০ অপরাহ্ন / ৩৪২
ধুনটে জনবান্ধব ও গণমুখী বাজেটের জন‌্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগের আনন্দ মিছিল

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনবান্ধব ও গণমুখী বাজেট পেশ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১টায় ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আনন্দ মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, এসএম মাসুদ রানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, যুবলীগ নেতা ইকবাল হোসেন রিপন, জামাল হোসেন, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ, সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বী ও সাধারণ সম্পাদক পারভেজ হোসেন।