ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামে জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা’র উদ্যোগে হতদরিদ্র ১৫জন নারীকে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে প্রশিক্ষণ শেষে তাদের নিকট সনদপত্র বিতরণ করা হয়েছে।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার প্রোগ্রাম পরিচালক মনিরুজ্জামান মনির, মনিটরিং কর্মী তানভীর হাসান রিপন, শাখা ব্যবস্থাপক আবু রায়হান, পরিবার উন্নয়ন কর্মী বিপ্লব হাসান, দর্জি প্রশিক্ষক শাহজাহান আলী, সমাজসেবক শাহজাহান আলী ও আব্দুর রাজ্জাক।
জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা’র প্রোগ্রাম পরিচালক মনিরুজ্জামান মনির বলেন, গ্রামীণ জনপদের হতদরিদ্র নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করছে জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা। গ্রামে গ্রামে হতদরিদ্র নারীদের বিনামূল্যে ৪৫ দিনে দর্জি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে নারীরা কাপড় সেলাইয়ের কাজের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবেন।
আপনার মতামত লিখুন :