ধুনটে জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২১, ৫:১৮ অপরাহ্ন / ৪৪৯
ধুনটে জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় ২০০জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা। রোববার সকাল ১০টায় সংস্থার কার্যালয়ে এসব কম্বল বিতরণ করেন সংগঠনটি।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার সভাপতি আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ধুনট পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল আকতার (বাবু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুব হোসেন (চঞ্চল), আবু বক্কর সিদ্দিক (মোংলা), শহিদুর রহমান ও স্বেচ্ছাসেবক আবু রায়হান প্রমুখ।