ধুনটে জেলা আ.লীগের সাবেক সভাপতির মৃত্যু বার্ষিকী পালিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২১, ৫:৩৪ অপরাহ্ন / ৩১৮
ধুনটে জেলা আ.লীগের সাবেক সভাপতির মৃত্যু বার্ষিকী পালিত

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ধুনট উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রয়াত এ বর্ষীয়ান নেতার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, শফিকুল ইসলাম, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল হক লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আতিকুর রহমান, সমাজকল্যান বিষয়ক সম্পাদক গোলাম মুহিত চাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু ও সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ।