ধুনটে ডিআইডিপি’র উ‌দ্যো‌গে এতিম শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ


প্রকাশের সময় : মে ২৬, ২০২১, ৭:৪৬ পূর্বাহ্ন / ২৭৫
ধুনটে ডিআইডিপি’র উ‌দ্যো‌গে এতিম শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি)’র উদ্যোগে প্রোভাটি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর সহযোগীতায় এতিম শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় মাঠপাড়া গ্রামে ডিআইডিপি’র কার্যলায়ে আনুষ্ঠানিক ভাবে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

এতিম শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইডিপি’র জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক, ধুনট শাখার মাঠ সমন্বয়কারী দিলীপ কুমার, সহকারী মাঠ সমন্বয়কারী শাহ আলম, সমাজসেবক আব্দুল হান্নান খাঁন, ধুনট সদর ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু ও সাংবাদিক তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে ৫টি এতিম শিশুর মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। যারমধ্যে প্রতিটি শিশু ৫০কেজি করে চাল, ৪কেজি আটা, ৩কেজি ডাল, ৩কেজি আলু, ২লিটার তেল, ২কেজি লবন, ১৫টি ডিম, সাবান, টুথপেষ্ট ও নতুন পোশাক পেয়েছে।