ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে নবনির্বাচিত মেয়র এজিম বাদশাহ্’র ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ধুনট পৌর ভবনের নিজ কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটেন টানা তিনবারের মেয়র এজিএম বাদশাহ্।
জন্মদিন অনুষ্ঠানে ধুনট পৌরসভার সচিব শাহীনুর ইসলাম, উপসহকারী প্রকৌশলী সাজেদি হক, কাউন্সিলর রন্জু মল্লিক, আলী আজগর মান্নান, বাবুল আকতার, সেলিম রেজা, মুনজিল হোসেন, রফিকুল ইসলাম, আপাল শেখ, জাহাঙ্গীর আলম, ফোরহাদ হোসেন, রেহেনা খাতুন, শিউলী খাতুন, মালতি খাতুন, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, উচ্চমান সহকারী হোসনে মোবারক নয়ন, কর আদায়কারী এনামুল হক দোলন, এসেসর আব্দুল মান্নান, কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু, টিকাদানকারী মাহবুবা আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
আপনার মতামত লিখুন :