ধুনটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২০, ৮:০০ অপরাহ্ন / ৩২৪
ধুনটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফজলে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক কৃষাণীদের নিয়ে কৃষি আবহাওয়া তথ্যসেবা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে ধুনট উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পরিচালক ডা. শাহ্ কামাল খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক। প্রশিক্ষন অনুষ্ঠানে উপজেলার শতাধিক কৃষক কৃষাণী অংশ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো-কৃষি উৎপাদন টেকসই করার লক্ষ্যে কৃষকের কাছে কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া এবং আবহাওয়া ও জলবায়ুর ক্ষতিকর প্রভাবসমূহের সাথে কৃষকের খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধি করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ন, স্মার্ট এবং যুগোপযোগী একটি প্রকল্প।